চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ফয়সাল উদ্দিন এবং শহীদুল ইসলাম প্রকাশ শহীদ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন কর্ণেলহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, শুক্রবার রাতে টহল দেয়ার সময় দুই ব্যক্তি পুলিশকে দেখে দৌড় দেয়। পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে মোট ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম