চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এটি উদ্বোধন করেন।
চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. সাইফুল হক ও এনেসথেশিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হারুন-উর-রশিদের সহযোগিতায় এ অপারেশন থিয়েটার চালু করা হয়। একজন ছুরিকাহত ব্যক্তির পেটের অপারেশন সফলভাবে সম্পন্ন করা মধ্য দিয়ে এটি চাল করা হয়। ক্যাজুয়ালটি বিভাগের প্রধান ডা. ঋভুরাজ চক্রবর্তী ও তার সার্জনস টিম এ অপারেশন সম্পন্ন করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ প্রতি মাসে প্রায় গড়ে ১৮০০ ট্রমা রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে গড়ে ৫৫০ রোগীর ক্ষেত্রেই মেজর অপারেশন প্রয়োজন হয়। এতদিন সার্জারি বিভাগের ওটিতে এসব অপারেশন করা হত। এখন থেকে যে কোনো মেজর অপারেশন তৎক্ষণাৎ ক্যাজুয়াল্টি বিভাগেই অজ্ঞান করে চিকিৎসা দেয়া সম্ভব হবে। তাই পূর্ণাঙ্গ ট্রমা অপারেশন থিয়েটার এই হাসপাতালের জন্য এবং সমগ্র চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার অঞ্চলের মানুষের ট্রমা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিডি প্রতিদিন/এএম