চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফজলুল কাদের (৭০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে সরকার হাট বাজারের আল আমিন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ফজলুল বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা। এ বিষয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন জানান, ফজলুল দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছিলেন। তৈলারদ্বীপ এলাকায় তার একটি গরুর খামার রয়েছে। সকালে টাকা জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন ফজলুল। এসময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এএম