প্রতীক পেয়ে চট্টগ্রামের ১৬ আসনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হলে দুপুরের পর থেকে মিছিল স্লোগানে জমে উঠে নির্বাচনী প্রচারণা। বিকেলে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনেক প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার সকাল থেকে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। যারা বিভিন্ন দলীয় প্রার্থী তারা দলীয় প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যেসব প্রতীকের জন্য এক আসনে একজন প্রার্থী অবেদন করেছেন তিনি তার কাঙ্খিত প্রতীক পেয়েছেন। তবে যেসব প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন করেছেন তাদের একজন পছন্দের প্রতীক পেলেও অন্যজন বিকল্প প্রতীক পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর চট্টগ্রামের ১৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ, গণসংযোগ, নির্বাচনী কেন্দ্র উদ্বোধন, ইশতেহার প্রকাশের অনুষ্ঠানের মাধ্যমে জমজমাট হয়ে উঠে নির্বাচনী মাঠ। প্রার্থীরা কর্মী সমর্থক নিয়ে ভোটরদের দ্বারে দ্বারে যেতে শুরু করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল