কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সাথে মিয়ানমারের রাখাইন স্ট্রেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। রাতভর অভিযান শেষে এক কমান্ডারসহ ৪ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ১৫। এ সময় আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার মধ্য রাতে র্যাব এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল এইচ এম সাজ্জাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একাধিক টিম সোমবার রাতে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র্যাব দল আরসা সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার এক কমান্ডার সহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে র্যাব সদস্যরা আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং গুলির খোসা উদ্ধার করে।
গ্রেফতার আরসা কমান্ডারের নাম মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস। সে আরসার হিসাব শাখার প্রধান বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পে বড় ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা ওই আস্তানায় জমায়েত হয়েছিল বলে র্যাব এই কর্মকর্তা জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল