চট্টগ্রামের বাজারে ভরপুর শীতকালীন শাক সবজি। বিশেষ করে মুলা, বাঁধাকপি, ফুলকপি, শিম, শসা, লাউ, বেগুন ও টমেটোসহ নানা শীতকালীন সবজি। তবে চট্টগ্রামের আশপাশের এলাকায় সবজির উৎপাদন এবং সরবরাহ বেশি থাকালেও দাম এখনো নাগালে আসেনি। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী সব ধরনের সবজির সরবরাহ রয়েছে পচুর পরিমাণে।
চকবাজারের ব্যবসায়ী মোমিনুল ইসলাম বলেন, সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন সবজি বাজারে আসছে। যেগুলো উত্তরাঞ্চল থেকে আনতে হয় সেগুলোর দাম একটু বেশি। পরিবহন খরচ, শ্রমিকের খরচ বেশি পড়তেছে। যার কারণে দামও একটু বেশি হয়।
বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ৭০-৮০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, ফুলকপি ৭০-৭৫ টাকা, শিম ১০০ টাকা, তিত করলা ৯০-১০০ টাকা, দেশি পেঁয়াজ ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ প্রতি কেজি ৭০-৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, দেশি টমেটো ৮০-৯০ টাকা, মুলা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর ৭০-৮০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক ২০ টাকা, পুঁই শাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের বাজারে স্বস্তি নেই। রুই-কাতলার কেজিতে ৩০ টাকা বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি শিং মাছ ৫৫০, পাবদা ৫শ, চিংড়ি ৬৫০, কৈ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে প্রতিকেজি বোয়াল ৪শ, সিলভার কার্প ২শ, সমুদ্রের কোরাল ৪শ, মাগুর ৬শ ও পাঙ্গাস ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগী কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, দেশি মুরগী ৫০০ থেকে ৫২০ টাকা, গরু মাংস ৭০০-৮২০, খাসী বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ টাকায়।
বিডি প্রতিদিন/হিমেল