চট্টগ্রাম নগরীর জুবলী রোড এলাকায় বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রাকিবুর রহমান মুজিব (১৯) ও রবিউল হাসান সাগর (১৯)। শনিবার জুবলী রোডের মনোয়ার ট্রেডিং নামে দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক জানান, রাতে পুলিশের একটি টিম ডিউটি করার সময় জুবিলী রোডে চেকপোস্ট বসানো হয়। এসময় এনায়েতবাজার মোড় থেকে আসা এক ব্যক্তিকে দাঁড়াইতে বললে সে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে এবং তিনজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে রাকিবুর রহমান মুজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম