চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার বিভিন্ন হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ। রবিবার এসব অভিযান পরিচালনা করা হয়।
চান্দঁগাও থানার ওসি জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ জন নারী ও ৬ জন পুরুষসহ মোট ১৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম