চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে দুই কেজি বন্য হাতির দাঁতসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতের নাম শাহনেওয়াজ বাবলু (৩৫)। তিনি কক্সবাজারের রামু থানার মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে। রবিবার চেকপোস্ট বসিয়ে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, কক্সবাজার থেকে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামের নিয়ে আসা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এসময় চেকপোস্ট থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় শাহনেওয়াজ নামে এক যুবককে ফেতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ২টি বন্য হাতির দাঁত উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছে। উদ্ধার করা ২টি বন্য হাতির দাঁতের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম