চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময়ের সময় সুষ্ঠু ভোট আয়োজনের ব্যাপারে প্রার্থীদের অভয় দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকালে চট্টগ্রামের এলজিইডি মিলনায়তনে প্রার্থীদের সাথে মতবিনিময়ের পর তার বক্তব্যে প্রার্থীদের অভয় দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
প্রার্থীদের সাথে সিইসির মতবিনিময় সভায় গণমাধ্যমের উপস্থিতির অনুমতি ছিল না। তবে মতবিনিময় সভা শেষে একাধিক প্রার্থী সভার আলোচনা ও বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছেন। যদিও তারা নাম প্রকাশ করতে চাননি।
একজন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘উনি (সিইসি) অভয় দিয়েছেন যে সুষ্ঠু ভোট হবে। উনি যেভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছেন সেভাবে হলে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা করছি। বাকীটা সময়ের সাথে দেখা যাবে।’
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একজন প্রার্থী বলেন, ‘আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। উনি মন দিয়ে শুনেছেন। পরবর্তীতে এমন কিছু ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’
আওয়ামীলীগ ঘরানার একজন স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘বিভিন্ন এলাকায় আমার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এর আগে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। সিইসিকেও সরাসরি জানিয়েছি। উনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। উনার আশ্বাস ঠিক থাকলে ভোটাররা কেন্দ্রে আসবে।’
সিইসির সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়া একাধিক প্রার্থীর সাথে আলাপকালে জানা যায়- অবাধ, নিরপেক্ষ ভোট আয়োজনের জন্য সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন সিইসি। কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা কিংবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে। যে দলের প্রার্থীই হোক, তিনি কিংবা তার কোনো কর্মী সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোনো ক্ষতি করলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রার্থীদের বক্তব্য শুনেছি। যথাযথ নির্দেশনা দিয়েছি। তারা আমাদেরকে বিক্ষিপ্ত সংঘর্ষের কথা বলেছেন। পোস্টার ছেঁড়াছিড়ি, কয়েকটি ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু সার্বিকভাবে যারা প্রার্থী হয়েছেন তারা জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের আচরণে তারা সন্তুষ্ট।’
বিডি প্রতিদিন/এএম