চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে মো. খোকন নামে ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. খোকন, একই থানার পূর্ব ফরিদার পাড়ার শাকিল কলোনীর মৃত আব্দুল মান্নানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. খোকনকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল