চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্কুল মাঠ দখল করে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্বাচনী ক্যাম্প করা হয়েছিল। ঘটনাটি প্রশাসনের নজরে এলে সহকারী রিটার্নিং কর্মকর্তা এক ঘণ্টার মধ্যে নির্বাচনী ক্যাম্পটি সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেন। এরপর গতকাল বুধবার রাতে তড়িঘড়ি করে উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল মাঠজুড়ে করা নির্বাচনী ক্যাম্পটি সামশুলের অনুসারীরা সরিয়ে নিয়েছে।
চট্টগ্রাম-১২ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি আজ বলেন, এক ঘণ্টার মধ্যে স্কুল মাঠ থেকে নির্বাচনী ক্যাম্প সরানো জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। স্বতন্ত্র প্রার্থীর এই নির্বাচনী ক্যাম্প তারা সরিয়ে নিয়েছে। মাঠে নির্বাচনী ক্যাম্প করার কারণে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে তারা জানিয়েছেন।
মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ দাশ বলেন, ‘আমাদের স্কুল মাঠ থেকে বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পটি সরানো হয়েছে। যারা ক্যাম্পটি করেছেন তারা সরিয়ে নিয়েছেন।’
বিডি প্রতিদিন/আরাফাত