চট্টগ্রামে পৃথক বাসচাপায় দুইজন নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নগরের লালখান বাজার ইস্পাহানি মোড়ে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম রিয়া মজুমদার (২৫)।
রিয়া জামালখান সিঁড়ির গোড়া এলাকার শিবু মজুমদারের মেয়ে। দুই বোনের সবার ছোট রিয়া একটি রিয়েল অ্যাস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাস থেকে লালখান বাজার মোড়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যান রিয়া। পেছন দিক থেকে দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অফিস শেষে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে রিয়া বাসায় ফিরছিলেন।
কোতোয়ালী থানার এসআই আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক।
এদিকে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়ার থানা মহিরা নুরিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়ক পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ওই নারী হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রতগামী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই