চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের চেচুরিয়া এলাকার সংরক্ষিত বনে একটি বন্য হাতিকে হত্যা করে দাঁত ও নখ উপড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে স্থানীয়রা মৃত হাতিটি দেখে বনবিভাগকে খবর দিলে বিষয়টি সামনে আসে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, আনুমানিক ৭/৮ বছরের পুরুষ হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। হাতিটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হতে পারে। এটির পিঠে ও বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা হাতিটির দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। আনুমানিক দুইদিন আগে হাতিটিকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী বিভাগের তথ্যমতে, গত এক দশকে চট্টগ্রাম অঞ্চলে শতাধিক বন্যহাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩টি বার্ধক্যজনিত অথবা প্রাকৃতিক নিয়মে মারা গেলেও অন্তত ১৭টি হাতি দুর্ঘটনায় মারা গেছে। বাকিগুলোর মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। হাতি হত্যা দায়ে এখন পর্যন্ত ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই