চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং মোড়ের ছিনতাইচক্রের মূল হোতা আরিফ হোসেন ওরফে মেহেদী হাসানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বারেক বিল্ডিং মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে যে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে তা ব্যবহার করে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড়ের একটি ফাঁকা প্লটে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন একটি দল সেখানে উপস্থিত হলে সংঘবদ্ধ ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্যরা তাদের ঘিরে ধরে। সংঘর্ষের এক পর্যায়ে চক্রের মূলহোতা আরিফ হোসেন ছুরি দিয়ে পুলিশকে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ