সিলেট কেন্দ্রীয় কারাগারে আসামির সঙ্গে বিয়ে হয়েছে এক বাদীর। গত বুধবার দুপুরে কারাগারে এ বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. নাহিদা পারভীন।
কারা সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিমুল নামের এক তরুণের সঙ্গে মামলার বাদী সুনাগঞ্জের তরুণী মাঈশার (ছদ্মনাম) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। এ অভিযোগে ওই তরুণী সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাবকের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহরানা ছিল ৫ লাখ টাকা।
বিয়ে পড়িয়েছেন কাজি সজিব আহমদ তালুকদার।