বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, চব্বিশের জুলাই বিপ্লব ব্যর্থ হলে শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত। তাই জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে প্রায় দুই সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছে। যার সত্তর ভাগই ছিল গরিব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে চব্বিশের জুলাই বিপ্লব। যদি এই বিপ্লব ও গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের সবার পরিণতি হতো ভয়াবহ। ছাত্র-জনতা ও শ্রমিক যারা বিপ্লবে শামিল হয়েছিল তাদেরও খুন-গুমের শিকার হতে হতো। গতকাল বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার ট্রাক টার্মিনালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বগুড়া শহরের চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।