রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইমরান খান ওরফে শাকিল। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল মিরপুর থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছেদুর রহমান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চাপাতির মুখে গলার চেইন ও ব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। ভিডিওটির সূত্র ধরে আমরা ভুক্তভোগীকে খুঁজে বের করি। তার কাছ থেকে একটা অভিযোগ নিয়ে আমরা মামলা দায়ের করি। বৃহস্পতিবার মামলাটি হওয়ার পর আমরা একটা টিম গঠন করে দেই। আজ (শুক্রবার) ভোরে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি শাকিলকে গ্রেপ্তার করি।
তার কাছ থেকে তার সঙ্গে থাকা অন্য দুজন কারা ছিল তাদের নামও আমরা পেয়েছি। তাদের গ্রপ্তারে অভিযান চলছে। তারা শুধু মিরপুর এলাকায় নয়, রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে।