ভেজাল খাদ্য গ্রহণের কারণে প্রতি বছর দেশে তিন লাখ লোক ক্যান্সারে, দুই লাখ মানুষ কিডনি রোগে, দেড় লাখ নর-নারী ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে প্রায় ১৫ লাখ। এ তথ্য গবেষণার। অথচ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে খাদ্যে ভেজাল দেওয়া ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে এ অপরাধে বড় কোনো সাজা দেওয়ার নজির নেই। আর নেই বলেই ভেজাল ও নকলের ছড়াছড়ি দেশের শহর-বন্দরের ছোটবড় সব বাজার-বিপণিতে। মানহীন পণ্যে সয়লাব। শিশুখাদ্যেও মেশানো হচ্ছে ভেজাল। নকল বৈদ্যুতিক সরঞ্জামের কারণে হরহামেশা ঘটছে অগ্নিদুর্ঘটনা। ফরসা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করে ঝলসে যাচ্ছে চামড়া। বড় বড় সুপার শপেও দেশিবিদেশি শীর্ষ সারির ব্র্যান্ডের নামে নকল শ্যাম্পু-তেল-পারফিউম বিক্রি হচ্ছে। খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত রং ও রাসায়নিক। এসবে মানুষের অসুখবিসুখ বাড়ছে। অপমৃত্যু ঘটছে। দিনের পর দিন প্রকাশ্যেই এমন অনিয়ম চললেও, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দায়সারা তদারকির কার্যকারিতা নেই বললেই চলে। পণ্যমান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিএসটিআই নামকাওয়াস্তে অভিযান চালালেও তাতে কাজের কাজ বিশেষ হচ্ছে না। বাজারে ভেজাল পণ্য রোধের চেয়ে লাইসেন্স দেওয়া ও নবায়নেই বিএসটিআই কর্মীরা বেশি ব্যস্ত বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ ভূত তাড়ানোর শর্ষেতেই ভূত। এই সুযোগে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর উপাদানে তৈরি পণ্য বিএসটিআই অনুমোদনের সিল দিয়ে দেদার বিক্রি হচ্ছে। দেখার কেউ নেই। বিএসটিআই কর্তা আত্মúক্ষ সমর্থন করে সাফাই গাইছেন যে সীমিত জনবল দিয়ে তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন। আসলে মানুষের মানসিকতার পরিবর্তন না হলে ভেজাল ঠেকানো কঠিন। উৎপাদক-বিক্রেতা-ভোক্তা সবাইকে সমানভাবে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। উৎপাদন ও বিপণন ক্ষেত্রে নিবিড় তদারকি, নিয়ন্ত্রণ ও কঠোর দণ্ডের বিধান জোরদারভাবে জারি রাখতে হবে। পণ্যমানে সামান্য বিচ্যুতিও বরদাশত করা চলবে না। ভোক্তাকেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কষ্টে অর্জিত অর্থে তিনি খাদ্যের নামে বিষ, প্রয়োজনীয় পণ্যের নামে রোগব্যাধি-বিপদ কিনছেন কিনা, যাচাই করা তার কর্তব্য। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রতিরোধে নকল-ভেজাল-মানহীন পণ্য উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে। ব্যর্থতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে উপযুক্ত জবাবদিহির আওতায় আনতে হবে। তাদের সততা, সদিচ্ছা ও সক্রিয়তার মান যাচাইয়ের ব্যবস্থাও রাখতে হবে।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
নকল-ভেজালে সয়লাব
প্রতিকারে চাই সম্মিলিত প্রতিরোধ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর