কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবির অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইয়াবা-আইসসহ নানা মাদকের বেচাকেনা সেখানে ওপেন সিক্রেট। ক্যাম্পের ভিতর গড়ে ওঠা দোকানগুলো হয়ে উঠেছে মাদক বিক্রির কেন্দ্র। খুন-অপহরণ লেগেই আছে। নারী-শিশু নির্যাতন, মানব পাচারের মতো অপরাধে সক্রিয় রোহিঙ্গাদের প্রায় অর্ধশত সন্ত্রাসী বাহিনী। এসব ছাপা হয়েছে গতকাল বাংলাদেশ প্রতিদিনে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পগুলোতে অপরাধ ঘটনা ও অস্থিরতার নেপথ্যে পাঁচ সংগঠনসহ অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনীর ভূমিকা। তারাই ছিনতাই, অস্ত্র ও মাদক কারবার এবং অপহরণ থেকে শুরু করে সব অপরাধ নিয়ন্ত্রণ করছে। নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে। সাগর ও স্থলপথে মিয়ানমারের সান রাজ্য থেকে আসা ইয়াবা-আইসের সিংহভাগ চালান ট্রানজিট পয়েন্ট হিসেবে জমা হয় রোহিঙ্গা শিবিরে। রোহিঙ্গা ও বাংলাদেশি বাহকদের মাধ্যমে সেগুলো পৌঁছানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। মাদকের পেশাদার বাহক হিসেবে কাজ করছে অন্তত দুই হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে। চিহ্নিত অপরাধীদের নজরদারিতে রাখে। কিন্তু তাতেও ফললাভ হচ্ছে না। মূলত বাংলাদেশে রোহিঙ্গা সংকট একটা জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সমস্যা। যা কেবল জাতীয় স্তরেই নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদের নিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত এবং নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনেই প্রকৃত সমাধান নিহিত। সম্প্রতি বাংলাদেশ সফরকারী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে রোহিঙ্গা সংকট এবং তা থেকে উত্তরণে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব যদি বিশ্বমঞ্চে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, বিশ্বসমাজের সম্মিলিত জোরালো প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যার কল্যাণকর ও মানবিক সমাধান সম্ভব। আর তার মাধ্যমে ভারমুক্ত হতে পারে বাংলাদেশ।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
অস্থির রোহিঙ্গা শিবির
নিরাপদ প্রত্যাবাসনেই সমাধান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর