শরীয়তপুরের জাজিরায় শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াইয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে পুরো এলাকা। উপজেলার বিলাসপুর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও পরাজিত প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষে সংঘর্ষও হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেকের হাতে বালতি ও মাথায় হেলমেট। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য, দুই পক্ষই শক্তিশালী হাতবোমা বানানোর ব্যাপারে দক্ষ। প্রশ্ন উঠেছে এটি জানা সত্ত্বেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এতদিন পদক্ষেপ নেওয়া হয়নি কেন? খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে বিশৃঙ্খলার বিস্তৃতি ঠেকাতে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। স্মর্তব্য, চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানের পর দেশের সব স্থানীয় সরকার বাতিল হয়ে যায়। জাজিরায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদও শূন্য। আওয়ামী লীগের শীর্ষনেতাদের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের এক বড় অংশ পলাতক। তারপরও শরীয়তপুরে আওয়ামী লীগের দুই পক্ষ আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাচ্ছে। দেশের আইনশৃঙ্খলার জন্য ডেকে আনছে অস্বস্তি। আমরা আশা করব, সংঘর্ষে লিপ্ত দুই পক্ষকে আইনের আওতায় আনতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নেবে। হাতবোমা বানানোর কারিগরদের পাকড়াওয়ে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
শরীয়তপুরে যুদ্ধক্ষেত্র
ওদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর