দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের মহৎ উদ্দেশ্যে। কিন্তু ব্যাঙের ছাতার মতো একের পর এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা নিয়ে ব্যবসা আর উচ্চশিক্ষিত বেকার সৃষ্টি ছাড়া আর কোনো অবদান রাখছে কি না সে সংশয়ই জোরদার হয়ে উঠছে। হাতে গোনা কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া সিংহভাগই মানহীন। শিক্ষা দান নয়, সার্টিফিকেট বিক্রি করাকেই তারা ব্যবসা হিসেবে নিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গত মার্চে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশের ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য নেই। আর উপ-উপাচার্য নেই ৮৬টি বিশ্ববিদ্যালয়ে। ৩৭ বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ। এমন অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত কোষাধ্যক্ষ নিয়োগই দেয়নি। লাগামহীন এসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে হার মেনেছে বললেও অত্যুক্তি হবে না। বিশ্ববিদ্যালয়গুলো অনিয়ম করতেই শীর্ষ পদগুলো ফাঁকা রাখছে মাসের পর মাস, বছরের পর বছর। খেয়াল-খুশিমতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করতেই তারা অনিয়ম লালন করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী ও একাডেমিক কর্মকর্তা হলেন উপাচার্য। তিনি সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। উপাচার্য না থাকায় আলু-পটোলের দোকানের মতো দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছে যথেচ্ছভাবে। এগুলো দেখভালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামের প্রতিষ্ঠান থাকলেও তাদের অবস্থা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদারের মতো। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসায়ীদের তা জানা থাকায় কমিশনের কোনো নির্দেশকেই তারা পাত্তা দেন না। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে মঞ্জুরি কমিশন কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে সময় কাটানোকে দায়িত্ব বলে ভাবছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু হতাশাই বৃদ্ধি করছে। এ নৈরাজ্যের অবসান হওয়া দরকার। আর কোনো সময় ক্ষেপণ কাম্য নয়।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বেসরকারি বিশ্ববিদ্যালয়
নৈরাজ্যের অবসান কাম্য
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর