‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ স্লোগানটি বহুল উচ্চারিত। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও এটা গালভরা স্লোগানই থেকে গেছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সন্তুষ্ট হওয়ার মতো জনবল, অবকাঠামো এবং সরঞ্জামে সক্ষমতা অর্জিত হয়নি। এটা মেনে নিয়েও বলতে হবে- যেটুকু যা আছে, ভুক্তভোগীরা তারও সুফল পাচ্ছে না- সুষ্ঠু ব্যবস্থাপনা, পেশাদারি মনোভাব, কারিগরি দক্ষতা এবং দায়িত্বশীল তদারকি ও জবাবদিহির অভাবে। বিশেষ করে রাজধানীর বাইরে বিভাগ-জেলা-উপজেলার হাসপাতালে সংকটের শেষ নেই। দক্ষ জনবলের অভাব ছাড়াও রয়েছে যন্ত্রপাতি ও যানবাহনের ঘাটতি। চালু হচ্ছে না আইসিইউ। অনেক সরঞ্জাম অব্যবহৃত অবস্থায়ই নষ্ট হচ্ছে। বিকল যন্ত্র মেরামত হচ্ছে না বছরের পর বছর। কোথাও বা যন্ত্র আছে, চালানোর লোক নেই; অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। এমনই হযবরল অবস্থা। খুঁড়িয়ে চলছে এগুলোর কার্যক্রম। সেখানে অধিকাংশ ক্ষেত্রেই জরুরি রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এ কারণে সারা দেশ থেকে মুমূূর্ষু রোগীদের ঢাকামুখী স্রোত থামছে না। ঢাকায় এসে দরিদ্র রোগী ও স্বজনদের পড়তে হয় অথই পাথারে। এখানে একটা সরকারি হাসপাতালে ভর্তির সুযোগ সহজসাধ্য নয়। পদে পদে দালালের খপ্পরে পড়ে নাকাল হতে হয় অথবা বেসরকারি হাসপাতালের গলাকাটা বাণিজ্যে সর্বস্বান্ত হওয়া ছাড়া উপায় থাকে না। এভাবে চলতে পারে না। এ অবস্থার অবসান জরুরি। এ জন্য মৌলিক মানবিক প্রয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ খাতটিরও আমূল সংস্কার প্রয়োজন। জনগণের টাকায় যে কারও বিদেশে চিকিৎসা বন্ধ করে সে অর্থ ব্যয় হোক দেশে-বিদেশে প্রশিক্ষণে। হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসা সরঞ্জাম, যানবাহন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সহায়ক জনবলঘাটতি দূর করার জরুরি পদক্ষেপ নিতে হবে। কর্মীদের বৈষম্য-বঞ্চনার দিকগুলো বিবেচনাও কর্তব্য। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দের বিকল্প নেই। নিশ্চিত করতে হবে সেই অর্থসম্পদ-সরঞ্জাম ও জনবলের সর্বোচ্চ সদ্ব্যবহার। সেবার মানসিকতায় উদ্বুদ্ধ করতে হবে স্বাস্থ্যকর্মীদের। অন্যদিকে প্রাপ্য সেবা পাওয়ার ব্যাপারে সচেতন ও সোচ্চার হতে হবে জনসাধারণকে। এসব প্রক্রিয়া ও সমন্বিত প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবা খাত বেহাল থেকে মুক্ত হোক।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
স্বাস্থ্যসেবার হতশ্রী
বেহাল থেকে মুক্তির পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর