বিশ্বমান বিচারে দেশের গ্যাস নিয়ে প্রশ্ন আছে; অথচ দামে সর্বোচ্চদের কাতারে। তা সত্ত্বেও ভোক্তা ও ব্যবসায়ীদের ঘোর আপত্তি উপেক্ষা করে, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম একলাফে ৩৩ শতাংশ বাড়িয়ে দিল এনার্জি রেগুলেটরি কমিশন। যদিও এর পক্ষে কোনো যৌক্তিক ব্যাখ্যা তারা দিতে পারেনি। এমনকি এ মূল্যবৃদ্ধিতে সরকার কত টাকা বাড়তি আয় করবে, তা-ও কমিশন নিশ্চিত করে জানে কিনা সন্দেহ। তবে বিতরণ কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা-দক্ষতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং জ্বালানিসংক্রান্ত দক্ষতা নিরূপণের জন্য বলা হয়েছে। বিদ্যমান সিস্টেম লস কমিয়ে আনার বিষয়ে পরিকল্পনা বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয়েছে। গ্যাসের দাম এক ধাক্কায় এতটা বৃদ্ধিকে ‘শিল্পে গ্যাসের খড়গ’ আখ্যা দিয়ে ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ব্যবসায়ীদের ওপর বড় মাপে এর নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই ব্যবসার খরচ বাড়ছে। মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ডলারের সংকট রয়েছে। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানোয় ব্যবসায়ীরা চারদিক থেকে আঘাতপ্রাপ্ত হবেন। রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। মানুষের ক্রয়ক্ষমতায় ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপানো হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহনীয় থাকবে না দ্রব্যমূল্য। বিশ্লেষকদের মতে, গ্যাসের এই মূল্যবৃদ্ধি শিল্প-বাণিজ্য-অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। সুদহার বৃদ্ধিসহ নানা কারণে ব্যবসায়ীদের অবস্থা খারাপ। দেশে যখন ব্যবসার প্রবৃদ্ধি নিয়ে ভাবার কথা, বিনিয়োগ বৃদ্ধি ও আকর্ষণে জোর চেষ্টা চলছে- এমন সময় শিল্পে গ্যাসের দাম এক-তৃতীয়াংশ বৃদ্ধির সিদ্ধান্ত সুবিবেচনাপ্রসূত নয়। দাম বাড়ানোর ক্ষেত্রে নতুন-পুরোনো, শিল্প-বিদ্যুৎ, অনুমোদিত মাত্রা ও তার অধিক ব্যবহারকারীদের জন্য ভিন্ন ভিন্ন রেটের জটিল হিসাবনিকাশও রয়েছে। বরাবর যার বিরোধিতা করে আসছেন উদ্যোক্তারা। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ এ জ্বালানি নিয়ে এমন অগোছালো অবস্থা কাম্য নয়। গতিশীল শিল্পোৎপাদন, বাণিজ্য বিস্তার এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির কাক্সিক্ষত সমৃদ্ধির স্বার্থে, গ্যাসের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ জরুরি। এ বিষয়ে পুনর্বিবেচনা কামনা করেন সংশ্লিষ্ট সব অংশীজন।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
শিল্পে গ্যাসের দাম
যৌক্তিক পর্যায়ে নির্ধারণ কাম্য
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর