ভারতের লোকসভা নির্বাচনে একের পর এক প্রার্থী হচ্ছেন অভিনয়, সঙ্গীত আর ক্রীড়া জগতের তারকারা। সেই সব তারকাদের ভিড়ে এবার নিজের নাম লেখালেন অভিনেত্রী রাখি সাওয়ান্তও। রাজনীতিতে আসার যুক্তি হিসেবে তিনি বলেছেন, মানুষ নাকি তাকে রাজনীতিতে দেখতে চায়।
মুম্বাইয়ের উত্তর-পশ্চিম নির্বাচনী এলাকা থেকে তিনি প্রার্থী হতে যাচ্ছেন। তবে কোন দলের হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করছেন, সে বিষয়ে এখনো কিছু প্রকাশ করেননি তিনি।
একটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছে বলে উল্লেখ করেছেন রাখি। তিনি বলেন, 'আমি জানি না কীভাবে রাজনীতি করতে হয়। সাধারণ মানুষের সমস্যা সমাধান করতেই এখানে এসেছি। সমাজের জন্য ভালো কিছু করাই আমার লক্ষ্য। মানুষ আমাকে নির্বাচনে দেখতে চায়।'
গত সাত বছর ধরে সামাজিক কাজ করার কথা জানিয়ে রাখি আরও বলেন, 'নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাদের নিজ নিরাপত্তার জন্য আত্মরক্ষা ও কারাতের ক্লাসের ব্যবস্থা করতে চাই।'