বলিউডে জোর গুঞ্জন। আসছে যশরাজ ফিল্মসের অ্যাকশন সিরিজ 'ধুম'। 'ধুম', 'ধুম টু', 'ধুম থ্রি'র পর এবার সিনেমা পর্দায় আসবে 'ধুম ফোর'। জানা গেছে, নতুন ধুম ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তাও আবার ভিলেন চরিত্রে। প্রথম 'ধুম' থেকেই পরিচালকরা একটি নিয়ম করে ফেলেছিলেন, বলিউডের গৎবাঁধা নায়কদের ইমেজ ভেঙে 'ধুম' ছবিতে তারাই হবেন ছবির ভিলেন। তবে ধুম ভিলেন কিন্তু শেষমেশ হয়ে উঠতেন ছবির নায়ক। প্রথম 'ধুম'র জন আব্রাহাম থেকে হৃতি্বক এবং 'ধুম থ্রি'তে আমির-এ ব্যাপারে সবাই একাই একশ। এই নামজাদা নায়ক ভিলেনদের পাশে অবশ্য থাকতেন ছবির নায়ক অভিষেক বচ্চন। এবার কি তাহলে অভিষেক বনাম সালমান যুদ্ধ!