প্রথমবারের মতো পুরো ব্যান্ড এলআরবি কানাডা সফরে যাচ্ছে। এর আগে দুই-একবার একাই কানাডা সফর করেছিলেন ব্যান্ডপ্রধান আইয়ুব বাচ্চু। তিনি বলেন, 'এর আগে কানাডায় দুবার গিয়েছিলাম আমি একাই। তাও প্রায় সাত-আট বছর আগের কথা। এবারই প্রথম আমরা পুরো ব্যান্ড সেখানে যাচ্ছি। ১৫ দিন আমরা সেখানে থাকব। তিনটি কনসার্টে গান করব।'
২০ এপ্রিল মন্ট্রিয়ল, ২৫ এপ্রিল এডমন্টন আর ২৭ এপ্রিল ক্যালগ্যারিতে আয়োজিত কনসার্টে গান করবে এলআরবি। সফরের আয়োজন করেছে বাংলাদেশ সলিডারিটি, এসএইচএস প্রোডাকশন ও স্বপ্নিল বাংলা। চলতি বছর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় আরও দুটি সফর রয়েছে এলআরবির।