প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন গায়িকা নিশিতা বড়ুয়া। নাটকের নাম 'সাতরঙা ভালোবাসা'। 'জীবন মানে সার্থকতা হঠাৎ করা কিছু ভুল, জীবন মানে কাঁটার পাহাড় আর সদ্য ফোটা ফুল' কথায় গানটি লিখেছেন রাজীব মণি দাস, সুর ও সংগীত করেছেন জাদু রিছিল। দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন জাদু রিছিল ও নিশিতা বড়ুয়া। নিশিতা জানিয়েছেন, 'গানটিতে কণ্ঠ দিয়ে খুব ভালো লেগেছে। আশা করছি, গানটি শুনে শ্রোতারা মুগ্ধ হবেন।'
'সাতরঙা ভালোবাসা' নাটক প্রসঙ্গে নির্মাতা সঞ্জীব দাস বলেন, 'ভালোবাসা মানুষের জীবনে অপরিহার্য একটি বিষয়। প্রতিটি মানুষই চায় জীবনে স্নেহের মায়া-মমতার বন্ধন তৈরি করতে। নিঃসঙ্গ মুহূর্তে চায় অন্যজনের সঙ্গ। নানা বয়সে ভালোবাসার রূপ হয় নানা রঙের।'