সম্পূর্ণ ব্যতিক্রমী আইডিয়া নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এস এ টিভিতে প্রচার হচ্ছে সিরিজ নাটক 'রেইনফরেস্ট'। এ নাটকের প্রতিটি পর্ব নির্মিত হচ্ছে কালজয়ী গানের ওপর ভিত্তি করে। আলাদা আলাদা গানের গল্পে এ পর্যন্ত অভিনয় করেছেন আমিন খান, সজল, কুসুম শিকদার, বিন্দু, ফারহানা মিলি, নাইম, কল্যাণ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে। এবার সিরিজে প্রথমবারের মতো যুক্ত হলেন ভাবনা। তিনি অভিনয় করেছেন রবীন্দ্রসংগীত 'মাঝে মাঝে তব দেখা পাই' অবলম্বনে তৈরি গল্পে। নতুন গল্পগুলো আসছে জনপ্রিয় আরো সব তারকাদের নিয়ে। ভাবনা বলেন, 'ভিন্ন কনসেপ্টে কাজ করতে পেরে আমি বেশ আনন্দিত।'