নির্বাচনকে বিরক্তিকর সার্কাস বললেন সোনম কাপুর। কার জন্য, কীসের জন্য ভোট দেবেন সরাসরি সেই প্রশ্নও তুললেন এই বলিউডি সুন্দরী। লোকসভা নির্বাচন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর ঠিক এই সময়ই চির বিতর্কিত কিন্তু চির বাস্তব কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুললেন অনিল কাপুর তনয়া।
'কাকে ভোট দেব? কার হয়ে গলা ফাটাব? পুরোটাই একটা বিরক্তিকর সার্কাসে পরিণত হয়েছে। রাজনীতির জগতে নোংরা লড়াই চলছে। এখানে আর বিন্দুমাত্র মর্যাদা অবশিষ্ট নেই।' একটি সাক্ষাৎকারে এভাবেই দেশের বর্তমান রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়াকে আক্রমণ করলেন সোনম।
নির্বাচনের পর দেশে মহিলাদের সমমর্যাদার জন্য লড়াই ও নিরাপত্তাহীনতার চিত্রটা বদলাবে কী না জানতে চাওয়া হলে বলেন 'মহিলাদের নিজেদের সচেতন হতে হবে, অধিকার বুঝে নিতে হবে। কেউই তাদের হাতে নিজে থেকে ক্ষমতা তুলে দিতে আসবে না।'
সোনাম আশা করেছেন বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলে হয়ত দেশে খুব ধীর গতিতে হলেও একদিন পরিবর্তন আসবে। ৃ