ভাষা, সংস্কৃতি, অনুভূতি- তিনটিতেই কলকাতার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের মিল রয়েছে। সবাই বাঙালি। কিন্তু কাঁটাতার দুই ভাগ করেছে। তবুও আবেগে বাঙালিরা জড়িয়ে রয়েছেন। তাই তো কলকাতার ছবি বাংলাদেশের মানুষের কাছেও জনপ্রিয়। তারকারাও। গত কয়েক বছরে যে কজন নায়িকা নাম কামিয়েছেন, তাদের মধ্যে অন্যতম শুভশ্রী। সেই মিষ্টি মেয়েটি এখন বাংলাদেশে। এসেছেন এ দেশের মেয়ে হয়ে ওঠার জন্যই। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। শুভশ্রী এখন বাংলাদেশি। তিনি বাংলাদেশি মেয়ের একটি চরিত্রে অভিনয় করছেন। আর ছবির শুটিংয়ে অংশ নিতেই তিনি ঢাকায় পা ফেললেন শুক্রবার সন্ধ্যায়। পরদিন সকাল থেকেই আদা-জল খেয়ে নেমে পড়লেন শুটিংয়ে। যৌথ প্রযোজনার 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন অশোক পতি ও অনন্য মামুন। শুভশ্রীর সঙ্গে এ ছবিতে অভিনয় করছেন কলকাতার আরেক নায়ক অঙ্কুশ। তিনিও শুটিংয়ে যোগ দিয়েছেন। পুবাইলের সবুজ গ্রামে দুজনের নাচ-গান চলছে এখন।
বাংলাদেশে বেড়াতে আসার ইচ্ছে ছিল শুভশ্রীর। স্বজনদের মুখে বাংলাদেশের গল্প শুনেছেন তিনি। গল্প শুনে শুনে মনের ভেতরে বাংলাদেশের একটা ছবি এঁকেছেন। তাই বেড়াতে আসার ইচ্ছেটা প্রবলই ছিল। কিন্তু তিনি জানতেনই না, সেই বেড়াতে আসাটা হবে শুটিং ইউনিট নিয়েই। বিষয়টাকে তিনি ভালো এবং মন্দ- দু ভাবেই দেখছেন। ভালো দিকটা হচ্ছে, ইউনিটের সবার সঙ্গে মজা করে ঘুরতে পারবেন। কাজের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াবেন। আর মন্দ দিকটা হচ্ছে, শুধুই বেড়ানো নয়, কাজের চিন্তা মাথায় নিয়েই ঘুরতে হবে। শুভশ্রী বলেন, 'বাংলাদেশের যত গল্প শুনেছি, সব গল্পেই এ দেশের মানুষের একটা কথাই শুধু শুনেছি, তারা খুব আন্তরিক। অতিথিপরায়ণ। মাত্র তো এলাম। পা ফেলেই তা টের পেতে শুরু করেছি। ভালো লাগছে খুব।'
শুভশ্রীর এখন সবচেয়ে টেনশন, কাজের চাপে তিনি ঠিকমতো ঘুরতে পারবেন কি-না! কারণ তিনি একটা ছোট্ট লিস্ট নিয়ে এসেছেন। সেখানে প্রিয়জনের জন্য বাংলাদেশ থেকে কি নিয়ে যাবেন তা টুকে রেখেছেন। তাই শপিং মল চষে বেড়াতে হবে তাকে।
গল্পের ফাঁকে শুভশ্রী জানিয়ে দিলেন, তিনি খুব শক্ত মেয়ে। আজকের অবস্থানে আসতে তাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধটা পরিবারের সঙ্গে। কারণ তার পরিবারের কেউই অভিনয়ের সঙ্গে জড়িত নয়। কেউ চিকিৎসক, কেউ শিক্ষক। সেই পরিবারের মেয়ে হয়ে 'নায়িকা'! চোখটা কপালে তোলার মতোই। কিন্তু গোপনে, অনেক ধমক খেয়ে লেগে ছিলেন। আজ যখন নাম কামিয়েছেন তখন পরিবারও খুশি। মেয়েকে নিয়ে তারাও গর্ব করেন।
'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিটি ভারত-বাংলাদেশের যোগফল হলেও, শুভশ্রীর ইচ্ছে রয়েছে শুধু বাংলাদেশের ছবিতে অভিনয়ের। সবকিছু মন মতো হলে তিনি অভিনয় করবেন।
শুভশ্রী নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী। কাজ করে যাচ্ছেন একের পর এক ছবিতে। আর মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু ভালো ছবি। বাবা জাদব পরিচালিত 'গেম', অঞ্জন দত্ত পরিচালিত 'শেষ বলে কিছু নেই' প্রভৃতি।