আপনার অ্যালবামের নাম 'প্রিয় অনুভব' কেন রাখা হলো?
আমার নতুন অ্যালবামে থাকছে প্রেম-ভালোবাসা, বিরহ-বিচ্ছেদ, আনন্দ-বেদনা সব কিছুর মিশ্রণ। নিজের প্রিয় অনুভূতিগুলো অ্যালবামের গানে তুলে ধরেছি। আর তাই অ্যালবামের নাম প্রিয় অনুভব। এটি আমার ২৮তম একক অ্যালবাম। এর আগেরটি বেরিয়েছিল ২০০৯ সালে, নাম রোদেলা দুপুর।
কোন ধরনের গান থাকছে অ্যালবামটিতে
আমি এবার চেয়েছি একটু ভিন্নভাবে অ্যালবামটি সাজাতে। এ অ্যালবামে মৌলিক গানের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের দুটি আঞ্চলিক ভাষার গান রাখা হয়েছে। সুচিত্রা সেন স্মরণে একটি গান গেয়েছি। অ্যালবামে এস্রাজ, সরোদ, মেন্ডোলিন, অ্যাকুস্টিক গিটারের লাইভ সাউন্ড রেখেছি। তা ছাড়া এই অ্যালবামে জ্যেষ্ঠদের পাশাপাশি তরুণ প্রতিভাবান গীতিকার-সুরকার ও সংগীত পরিচালকরা কাজ করেছেন।
২০০৯ থেকে ২০১৪। এত সময় নিলেন কেন অ্যালবাম করার জন্য?
অডিও ইন্ডাস্ট্রিজের খবর সবারই জানা। খুব অস্থির সময় যাচ্ছে। পাইরেসি আমাদের জীবন বিষিয়ে তুলেছে। আরও কিছু প্রবল সমস্যা রয়েছে। তাই অ্যালবাম করা বেশ কষ্টকর হয়ে উঠেছে। এ কারণে অ্যালবাম থেকে দূরে ছিলাম। কিন্তু কতদিন? শিল্পী মানুষ। গান না গেয়ে তো থাকতে পারি না। শ্রোতাদের প্রত্যাশাও ছিল। তাই অ্যালবামে ফিরলাম।
দেশের বাইরে যাচ্ছেন কবে?
এবার আবারও বেশ কিছু দিনের জন্য দেশের বাইরে উড়াল দিচ্ছি। প্রথমে ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সেখানে পাঁচটি অঙ্গরাজ্যে কনসার্টে অংশ নেব। দেশে ফিরে কয়েক দিন থাকার পর মে মাসের শুরুতে জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন ও মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়ব।
শিল্পী না হলে কি হতেন?
আমি এখন মাঝে মাঝে তাই ভাবি। আসলে আমি যদি শিল্পী না হতাম তবে কি হতাম। আমার বেড়ে ওঠা চট্টগ্রামের সীতাকুণ্ডে। এখানকার পরিবেশটাই অন্যরকম। আমার বাসার সবাই ভীষণভাবে সংগীতের অনুরাগী। পাঁচ বছর বয়সে আমি নিজে হারমোনিয়াম বাজানো শুরু করি। ধীরে ধীরে সংগীতের প্রতি আমার নিজেরও দারুণ ভালো লাগা তৈরি হয়। পৈতৃক ব্যবসা থাকা সত্ত্বেও সংগীতশিল্পী হওয়া ছাড়া আমার আর বিকল্প কোনো পথ খোলা ছিল না।
- আলী আফতাব