মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজের তৃতীয় ছবির 'তারকাঁটা'র শুটিং শেষ করেছেন। এবার দর্শকের সঙ্গে ছবিটির সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন। আর তাই পহেলা বৈশাখ উপলক্ষে সবার হাতে তুলে দিচ্ছেন 'তারকাঁটা'র গান। গান গেয়েছেন বেবী নাজনীন, আরফিন রুমী, কণা, নওমী, পারভেজ, পূজা, লিজা, খেয়া এবং ভারতের সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুচ্ছাল। গানের কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, জনি হক ও মাহমুদ মানজুর। গানগুলো সুর-সংগীত করেছেন আরফিন রুমী। লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি আসবে ৯ এপ্রিল। স্টার সিনেপ্লেক্সে ওইদিন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে কণ্ঠশিল্পীদের পাশাপাশি থাকবেন অভিনয়শিল্পী মৌসুমী, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকে। পরিচালক রাজ বলেন, 'গানগুলো ভালো হয়েছে। আশা করছি, গানগুলো সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহী করবে।' পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির নির্বাহী প্রযোজক শুক্লা বণিক।