গতকাল ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। তাই নানাভাবে তাকে স্মরণ করা হয়েছে। শিল্পাঙ্গন আয়োজন করছে বিশেষ প্রদর্শনী 'সেরেনাডিং সুচিত্রা'। এতে স্থান পেয়েছে সুচিত্রাকে নিয়ে বাংলাদেশের নবীন-প্রবীণ ২৮ জন চিত্রশিল্পীর অাঁকা ছবি। প্রদর্শনী চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। এদিকে তাকে স্মরণে ভারতের গোয়ায় ৩ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের শুরু হচ্ছে। ১১ এপ্রিল শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। অন্যদিকে মায়ের জন্মদিন পালন করতে লোকসভা নির্বাচনী প্রচারের ফাঁকেই সুদূর বাকুড়া থেকে শনিবার রাতেই বালিগঞ্জের নিজের বাড়িতে এসেছিলেন মুনমুন। জন্মদিন উপলক্ষে রবিবার ৫২/৪/১ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে প্রয়াত সুচিত্রা সেনের বাড়িতেই একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক সূত্রে খবর, সুচিত্রা সেন যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিকে ভালো করে সাজানো হয়েছিল। তার ব্যবহৃত চেয়ারটিতে মায়ের ছবি রেখে লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছিল। মায়ের জন্মদিন উপলক্ষে কাটা হয় কেক। এ ছাড়াও পূজোরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আরও ছিলেন সুচিত্রা কন্যা মুনমুন, তার স্বামী ভরত দেববর্মণ, দুই মেয়ে রিয়া ও রাইমা।