ধারাবাহিক নাটক 'টেন মিলিয়ন ডলার' বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫মিনিটে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, নাঈম, মিশু সাব্বির, তানভীন সুইটি, ভাবনা, রাখি, সামিহা ও শাহেদ শরীফ খান। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার। অবৈধ ব্যবসা এবং অপরাধ জগতে ধারাবাহিকটি থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে।