ব্রিটিশ অভিনেত্রী কেইট উইন্সলেট সম্প্রতি জানালেন, 'টাইটানিক' ছবিতে তার অভিনীত বিখ্যাত সেই বিবসনা দৃশ্য নিয়ে এখনো বিড়ম্বনার শিকার হন তিনি। উইন্সলেট জানান, এখনো অনেক ভক্ত এই বিবসনা ছবি নিয়ে আসেন তার কাছ থেকে অটোগ্রাফ নিতে। কিন্তু কখনো সেই ছবির ওপর স্বাক্ষর করেন না উইন্সলেট। কারণ বিষয়টি নিয়ে ভীষণ অস্বস্তি বোধ করেন তিনি। সম্প্রতি উইন্সলেটের নতুন ছবি 'ডাইভারজেন্ট'র ইউকে প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন এক ভক্ত, যিনি উইন্সলেটকে অনুরোধ করেন সেই বিখ্যাত ছবিটায় স্বাক্ষর দিতে। উইন্সলেট জানান, যখন তিনি ওই দৃশ্যে অভিনয় করেছিলেন, তখন কল্পনাতেও ছিল না এই ছবি মানুষের মধ্যে এতটা উন্মাদনা ছড়াবে!