প্রথমবারের মতো দ্বৈত গানে কণ্ঠ দিলেন অ্যান্ড্রু কিশোর ও ন্যান্সি। আবুল কালাম আজাদ পরিচালিত 'হৃদয় দোলানো প্রেম'-এ তারা একসঙ্গে গেয়েছেন। মান্নান মোহাম্মদের সুর ও সংগীতে গানটি লিখেছেন মো. ইকবাল হোসেন। গানের কথা হচ্ছে- স্বর্গ সুখে ভরবে এ মন, তোমার প্রেমের-ছোঁয়া পেয়ে, ভালোবেসে কাছে থেকো চিরসাথী হয়ে...। মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে ৭ এপ্রিল গানটি রেকর্ডিং করা হয়। রেকর্ডিং শেষে অ্যান্ড্রু কিশোর বলেন, 'শুদ্ধ উচ্চারণে যে কয়জন নতুন শিল্পী গান করেন ন্যান্সি তাদের অন্যতম। আমার বিশ্বাস আগামী দিনে ও প্লে-ব্যাকে ভালো করবে। ন্যান্সি বলেন, ভয় লেগেছিল, এত বড় একজন শিল্পীর সঙ্গে গান করছি। গানটি ভাল হয়েছে।