আবারও বিচারকের আসনে বসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। সম্প্রতি শুরু হতে যাচ্ছে সংগীতবিষয়ক প্রতিযোগিতা 'চ্যানেল আই সেরা কণ্ঠ'। এরই মধ্যে বিচারকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, 'চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪' প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন সাবিনা ইয়াসমীন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। ২০ এপ্রিল থেকে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হচ্ছে। শুরুতে বাছাই কার্যক্রম হবে সিলেটে। সাবিনা ইয়াসমীন বলেন, 'যারা দীর্ঘদিন গানের চর্চা করছেন, নিজেদের তুলে ধরতে তাদের এই প্রতিযোগিতা অনেক বড় সুযোগ। আমি মনে করি, সুযোগটি কাজে লাগানো উচিত।'