নার্গিস ফকরি একদিকে বক্স অফিসে সুপারহিট 'ম্যায় তেরা হিরো' ছবি আর অন্যদিকে ধোনি ও জন আব্রাহামকে সঙ্গে নিয়ে শিখছেন বক্সিং! বলতে গেলে বেশ খোশ মেজাজেই আছেন তিনি।
ঘটনাটি হল, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে নার্গিসকে জোর করে বক্সিং শেখাচ্ছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি ও বলিউড হাঙ্ক জন আব্রাহাম। শুধু বক্সিং নয়, শ্যুটিংয়ের ফাঁকে জমজমাট আড্ডাতেও মেতেছিলেন ধোনি, নার্গিস ও জন। এমনকি একই লাঞ্চ প্যাক থেকে লাঞ্চও সেরেছেন তিনজন।
বিজ্ঞাপনে দেখানো গল্প অনুযায়ী, ধোনি ভালবেসে ফেলেন নার্গিসকে। তবে কিছুতেই বলতে পারছেন মনের কথা। জন আব্রাহামই অনুঘটক সেজে প্রেম করাচ্ছেন ধোনি-নার্গিসকে। বিজ্ঞাপনের শ্যুটিং চলবে আর দু’দিন।
মুম্বাই স্টুডিও ফ্লোরে আপাতত, ধোনি, নার্গিস ও জন ব্যস্ত আড্ডায়। আর সেই আড্ডার ছবি নিজেই ট্যুইট করেছেন নার্গিস!