বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়ে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লিন্ডসে লোহান। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি সবার নজর বেশি কেড়েছেন।
তবে যে ঘটনার মধ্য দিয়ে তিনি মিডিয়ার সমালোচনার কেন্দবিন্দুতে চলে এসেছিলেন সেটি হলো মাতাল হয়ে গাড়ি চালানো। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এরই মধ্যে ছয় মাসের জন্য রিহ্যাবে ছিলেন তিনি। বিষয়টি বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড় তোলে।
এমনকি বহুবার রিহ্যাবে নিয়ম না মানার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তারপরও নিজেকে এতটুকু শোধরাতে পারেননি লোহান। গত কয়েকটা দিন প্রেমিক এ জে জনসনের সঙ্গেই কাটিয়েছেন তিনি। এ সময় তাদের ঘনিষ্ঠভাবেও আবিষ্কার করা গেছে। অবশ্য তাদের প্রেম বেশ উন্মুক্ত। সবাইকে ঘোষণা দিয়েই প্রেম করছেন তারা। সমস্যাটা হলো প্রেমিকের সঙ্গে সময় কাটানোর সময় আবারও মদ্যপান করেছেন তিনি। এ অভিযোগ খোদ করেছেন লোহানের মা।
তিনি জানিয়েছেন, লোহান ও জনসন একসঙ্গে বেশ ক’বারই ওয়াইন খেয়েছেন। এর প্রমাণও আমি পেয়েছি। লোহানের রুমেই একটি ওয়াইনের বোতল আবিষ্কার করা গেছে। মায়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আবারও রিহ্যাবে নেওয়া হয়েছে লোহানকে। সেখানে তাকে কয়েক দিন রাখা হতে পারে। তবে নিজের ভুল স্বীকার না করলে এবং মদ্যপান থেকে বিরত থাকার শপথ না করলে সেখান থেকে রেহাই পাচ্ছেন না লোহান।
এ বিষয়ে লিন্ডসে লোহানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লিন্ডসে বাইরে থাকলেও তার উপর নজরদারি রয়েছে। গত কয়েক দিন সে মদ্যপান করেছে। বিষয়টি রিহ্যাব কর্তৃপক্ষের নজর এড়িয়ে যেতে পারেননি। তাই তাকে আবারও রিহ্যাবে যেতে হলো। বিষয়টি অবশ্য স্বীকার করেননি লোহান।