ছবি মুক্তির তিন দিনের মধ্যেই বক্স অফিসে ১৮ কোটি টাকার ব্যবসা করেছে 'ভূতনাথ রিটার্নস'। বিগবি বলেই হয়তো এমনটা সম্ভব হয়েছে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূতনাথ রিটার্নস' সমালোচক থেকে দর্শক মন কেড়েছে সবার। আর তারই প্রভাব দেখা গেল ছবির ব্যবসাতেও। এই ছবিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি খুদে অভিনেতা পার্থও বেশ নজর কেড়েছে। ছবির প্রচারেই সেকথা স্পষ্ট করেছিলেন বিগবি।
ছবিতে হাসি আর মনোরঞ্জনের পাশাপাশি সামাজিক সন্দেশও রয়েছে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূতনাথ' এর সিক্যুয়ালে তৈরি এই ছবি। সিনেমাপ্রেমীরা বলছেন, সারা বিশ্বে এই ছবি দেখানো উচিত।
তাদের মতে, এটি একটি অনবদ্য ছবি এবং দেশে নির্বাচন চলাকালীন এই ছবি অবশ্যই একটি সামাজিক বার্তা বহন করে।
প্রথম সপ্তাহ শেষ না হতেই এই ছবিকে উন্মাদনা বেড়েছে, ফলে আগামী সপ্তাহেও যে বক্সঅফিসে ছবির ক্রেজ বহালতবিয়তেই থাকবে সেটা নিশ্চিত।