অস্কারজয়ী মার্কিন নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত 'অ্যাভাটার' ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ছবিটির কাহিনী, চিত্রনাট্য লেখার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন ক্যামেরন। বিশাল বাজেটের ছবিটি মুক্তির পরপরই হইচই ফেলে দেয়। বিশ্বের বিভিন্ন দেশে দারুণ ব্যবসা করে 'অ্যাভাটার'। সম্প্রতি ছবিটির তিনটি সিক্যুয়েলের কাজ একসঙ্গে করার ঘোষণা দিয়েছেন 'টাইটানিক' ছবির নির্মাতা ক্যামেরন। তিনি বলেন, 'অ্যাভাটার টু, অ্যাভাটার থ্রি ও অ্যাভাটার ফোর ছবির কাহিনী ও চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। আগামী ছয় সপ্তাহের মধ্যেই তা পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপর পুরোদমে ছবিগুলোর কাজ শুরু হয়ে যাবে।
একসঙ্গে তিনটি ছবির কাজ চলবে বলেই নিশ্চিত করেছেন ক্যামেরন। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন, বাজেটের কারণে ছবির ব্যাপ্তি কিছুটা কমিয়ে দিতে হচ্ছে। এ জন্য তার ভালো লাগার মতো অনেক কিছুই দর্শকদের উপহার দিতে পারবেন না তিনি।