নিলামে ১ লাখ ৮৫ হাজার ডলারে বিক্রি হয়েছে প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরোর ব্যবহৃত একজোড়া কানের দুল। জুলিয়েন অকশনস কোম্পানি ১৩ এপ্রিল এক বিবৃতিতে জানায়, ১৯৫৫ সালে 'দ্য রোজ ট্যাটু' ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে এই কানের দুলটি পরেছিলেন মনরো। আরও বেশ কয়েকটি জায়গায় তাকে এই দুল পরতে দেখা গেছে। ১১ এবং ১২ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনের এই নিলাম হয়েছিল বেভারলি হিলসে। এই কানের দুল জোড়ার সঙ্গে সেদিন নিলামে উঠেছে 'লর্ড অব দ্য রিংস' ছবিতে ব্যবহৃত একটি বিশেষ কোদাল। এ বিষয়ে জুলিয়েন জানান, ওই কোদালটি তাদের কোম্পানিকে উপহার হিসেবে দিয়েছেন অভিনেতা জন রেইস-ডেভিস।