এবার ভিন্নভাবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মডেল সাবিলা। তার উপস্থাপনায় বাংলা ভিশনে শুরু হয়েছে স্টার ওয়ার্ল্ড নামে অনুষ্ঠান। এর আগে দেশ টিভির একটি মিউজিক্যাল অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। আর বাংলা ভিশনের নতুন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও সেই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে তাকে। স্টার ওয়ার্ল্ডে তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা আর রটনা নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। সাবিলা বলেন, 'এর আগেও উপস্থাপনা করেছি। মাঝে দুই বছর উপস্থাপনার সঙ্গে ছিলাম না। নতুন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে নতুন কিছু দেখতে পাবেন দর্শকরা। চেষ্টা করেছি সেলিব্রেটিদের নিয়ে দর্শকদের সব প্রশ্নের উত্তর খুঁজতে'।
সম্প্রতি প্রচারিত গ্রামীণফোনের ভিডিও কলিং বিজ্ঞাপনের মাধ্যমে ফের আলোচনায় আসেন বাফা থেকে নৃত্যে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা অর্জনকারী এই মডেল। পড়াশোনার জন্য মাঝে ছোটখাটো একটা বিরতি দিয়েছিলেন। বিরতির পরপরই নতুন উদ্যমে পথচলা শুরু করেছেন তিনি। বর্তমানে প্রাণ ও একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। আরও দুটি বিজ্ঞাপনের কাজ সম্প্রতি শেষ করেছেন সাবিলা। একটি ম্যাংগো জুস, অন্যটি চকলেট বারের। এসব বিজ্ঞাপনের কনসেপ্ট একটু ভিন্ন বলে জানিয়েছেন তিনি। এখানেও তাকে নতুনভাবে খুঁজে পাওয়া যাবে বলে প্রত্যাশা রাখেন সাবিলা।