সম্প্রতি নির্মিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বিশেষ নাটক 'অগ্নিগিরি'। মহিউদ্দীন আহমেদের নাট্যরূপে এটি নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। 'অগ্নিগিরি' গল্পটি একজন মাদ্রাসা পড়ুয়া শান্ত-শিষ্ট যুবককে নিয়ে। যে এক অভিজাত বাড়িতে লজিং থেকে নূরজাহানকে আরবি ও ফারসি পড়ায়। লাজুক স্বভাবের যুবক কখনো চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না পর্যন্ত। অথচ ঘটনাপ্রবাহে এদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ট্র্যাজেডি। নাটকটিতে যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, আর নূরজাহান হয়েছেন বিদ্যা সিনহা মিম। এবারই প্রথম দুজন বিদ্রোহী কবির গল্পে অভিনয় করলেন। নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, আমি চেষ্টা করেছি গল্পের সময়কালকে ধরার। প্রায় শত বছর আগের গল্প-কাহিনীর কস্টিউম ও প্রপস ডিজাইন প্রয়োগের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করিনি। আশা করি দর্শকের জন্য এটি চিত্তাকর্ষক হবে। নাটকটি নজরুল জন্মজয়ন্তীতে প্রচার হবে আরটিভিতে।