ঋত্বিক রোশন অসুস্থ। পায়ের ব্যথায় কাতর। আর এ বিষয়ে টুইটারে ভক্তদের কাছে ব্যথা নিরাময়ের উপায় জানতে চেয়েছেন ঋতি্বক। গত কয়েকদিন ধরে পায়ের নিচের অংশের ব্যথায় ভুগছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই ব্যথা ছড়িয়েছে। 'শিন সি্প্লন্টস' নামে এই হাড়ের রোগ নৃত্যশিল্পী এবং দৌড়বিদদের একটি সাধারণ সমস্যা। ঋত্বিক টুইট করেন, 'কেউ কি জানে 'শিন সি্প্লন্টস'র নিরাময় কী? সারাজীবন ধরে এই ব্যথায় ভুগছি। সম্ভবত টুইটারই আমাকে উত্তর দিতে পারবে। কেউ আমাকে জানান।' হৃতি্বক আরও জানান, বেশ দীর্ঘ সময় ধরে নাচার পর ফিরে এসেছে এই ব্যথা। তাই আপাতত নাচ বন্ধ।