মাত্র চার মাস আগে বিচ্ছেদ হয়েছে দুজনের। গুজব ছিল বিচ্ছেদের পর থেকে ভেঙে পড়েছেন ঋত্বিক। কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে এখন নিজের আগামী ছবির শুটিং নিয়েই ব্যস্ত ঋত্বিক। অন্যদিকে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পার্টি করে বিচ্ছেদের অবসাদ থেকে বেরিয়ে আসছিলেন সুজান। তবে সুজানও এবার কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছেন পুরোপুরি। অনেক গুজব বাজারে রটলেও নিজের জীবন সম্পর্কে নীরবতাকেই বেছে নিয়েছেন সুজান।
দীর্ঘ ১৩ বছরের বিবাহিত সম্পর্কের পর গত বছর ডিসেম্বর মাসে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ঋত্বিক-সুজান। সংসার ভাঙার সিদ্ধান্ত সুজানেরই ছিল। বাড়ি ছেড়ে তিনিই চলে গিয়েছেন। নিয়েছেন নিজের আলাদা ফ্ল্যাট। বারবার ঋত্বিক ও ঋত্বিকের পরিবার সুজানকে অনুরোধ করা সত্ত্বেও সুজান আবার সংসার জোড়া দিতে রাজি হননি। তবে এখানে কিন্তু কাহিনী শেষ নয়, সুজান এবার দেখালেন নতুন চমক।
বিয়ের পরও ঋত্বিকের নাম ত্যাগ করেননি সুজান। সুজান রোশন থেকে সুজান খান হয়ে যাননি আবার। বরং সাংবাদিকদের প্রশ্নে সুজান খুব সাবলীল ভাবে জবাব দেন-'অবশ্যই আমার নাম সুজান রোশন!' আর এই একটি বাক্যেই সুজান বুঝিয়ে দিলেন যে তিনি বাধ্য হয়ে স্বামীকে ছেড়ে এসেছেন ঠিকই, কিন্তু ভালো তিনি এখনো ঋত্বিককেই বাসেন।
এদিকে শোনা যাচ্ছে সুজান তার পুরানো জীবনকে ভুলে গিয়েছেন, বন্ধুদের সাথে খুব আনন্দ করে দিন কাটাচ্ছেন। অন্যদিকে বিরহ ভুলতে ঋত্বিক নিজেকে ব্যস্ত রেখেছেন ভীষণ কাজের মাঝে। তবে এবার হয়তো ঋত্বিকের কেবল নিজের পরিবারের কথা না ভেবে একটু স্ত্রী ও সন্তানদের কথাও ভাবা উচিত!