হলিউডে কখনও কমেডি আবার কখনও সিরিয়াস অভিনয় করে দর্শকের নজর কড়েছেন বোমান ইরানি। এই অভিনেতার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল ছেলেকে বলিউডের বিগ বি অমিতাভ বাচ্চনের সঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখবেন। এ স্বপ্ন অবশ্য বোমনেরও অনেক দিনের। মায়ের সেই ইচ্ছে শেষ পর্যন্ত পূরণও করলেন তিনি।
অমিতাভ বাচ্চনের সঙ্গে এর আগে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাননি বোমান ইরানি। তবে এবার বিগ বির সঙ্গে একসাথে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি।
সম্প্রতি মুক্তি প্রাপ্ত ছবি 'ভূতনাথ রিটার্নস' এ একজন দুর্নীতিগ্রস্ত নেতার চরিত্রে দেখা গেছে বোমনকে। ভূতনাথের সাকসেস পার্টিতে তিনি জানিয়েছিলেন মায়ের ইচ্ছের কথা। সঙ্গে এও জানালেন, শেষমেষ মায়ের ও নিজের ইচ্ছে পূরণ করতে পেরে বেশ আনন্দিত তিনি।
নতুন এই ছবি ইতিমধ্যেই ২৫.৪৪ কোটির ব্যবসা করে ফেলেছে বক্সঅফিসে। লোকসভা নির্বাচনের কিছু ইস্যুকে সঙ্গে নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি।