আনুশকা শর্মা এখন রাজেস্থানের যোধপুরের ব্লু সিটিতে। 'এনএইচ টেন'র শুটিং এর কাজ চলছে সেখানে। আর শুটিংয়ের জন্য প্রতিদিনের মতো সেই দিনেও মরুভূমিতে হাজির পুরো 'এনএইচ টেন'র টিম। শুরু হল শুটিং। কিন্তু বেশিক্ষণ কাজ করতে পারলো না। হঠাৎ করেই শুরু হয়ে গেল বালু ঝড়। আর এই ভয়াবহ বালু ঝড়ে আটকে পড়লেন আনুশকা শর্মাও।
সম্প্রতি টুইটার একাউন্টে আনুশকা শর্মা জানালেন, 'এনএইচ টেন'-এর শুটিং করতে গিয়ে আমরা ভয়ংকর বালু ঝড়ের সম্মুখীন হয়েছি। ঝড়টা অত্যন্ত ভয়ংকর ছিল। এই মুহূর্তে ময়লা এবং বালিতে জর্জরিত হলেও আমরা সবাই ঠিক আছি।' টুইট কারার সাথে সাথে এই অভিনেত্রী একটি ছবিও আপলোড করেন।