বিশাল ভারদ্বাজের মুভি কামিনের সিকুয়াল 'মহা কামিনে'র মূল চরিত্রেও থাকছেন শহীদ কাপুর। ভারদ্বাজের জনপ্রিয় মুভি 'কামিনে' ২০০৯ সালে মুক্তি পায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন শহীদ কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও অমল গুপ্ত।
'কামিনে'র সিকুয়াল 'মহা কামিনে' নির্মাণ করা হবে। এতেও শহীদ আছেন। মহা কামিনে আরো বেশি মজাদার হবে। তবে এর কাজ শুরু হবে 'হায়দার' মুভির পর। 'হায়দার' বিশাল ভারদ্বাজের আরেকটি মুভি। সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র একথা জানায়।
ভারদ্বাজ বর্তমানে তার পরবর্তী মুভি 'হায়দার' নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। এতে মূল চরিত্রে অভিনয় করছেন শহীদ ও শ্রদ্ধা কাপুর। মুভিতে আরো আছেন টাবু ও ইরফান খান।